রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেইনের সেনাবাহিনী বেশ কয়েকটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে।
সেগুলোর মধ্যে গত সপ্তাহের একটি ভিডিওতে দেখা যায়, ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এড়াতে রাশিয়ার একটি হেলিকপ্টার নিচু দিয়ে প্রায় গাছ সমান উচ্চতায় উড়ে যাচ্ছে এবং ধোঁয়ার লেজ পেছনে ফেলে একটি ক্ষেপণাস্ত্র সেটিকে অনুসরণ করছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তু খুঁজে পায়, তারপরই প্রচণ্ড বিস্ফোরণ এবং আকাশ থেকে আগুনের বল মাটিতে পড়ে।
আরেকটি ভিডিওতে খারকিভের কাছে রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করতে দেখা যায়।
সমর বিশেষজ্ঞরা বলছেন, নানা তথ্য প্রমাণ দেখে মনে হচ্ছে পশ্চিমারা ইউক্রেইনে যে অস্ত্র পাঠিয়েছে সেগুলোর ব্যবহার শুরু হয়ে গেছে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের ‘এয়ারপাওয়া’ বিষয়ে রিসার্চ ফেলো জাস্টিন ব্রুঙ্ক বিবিসিকে বলেন, চোখে দেখে যেটুকু নিশ্চিত হওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, ইউক্রেইন এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ২০টি আকাশযান ভূপাতিত করেছে।
যদিও ইউক্রেইনের সেনাবাহিনীর দাবি এর থেকে অনেক বেশি। তাদের দাবি, তারা রাশিয়ার ৪৮টি উড়োজাহাজ এবং ৮০টি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
প্রকৃত সংখ্যা এর থেকে কম হলেও রাশিয়াকে যে ইউক্রেইনের আকাশ দখল করতে বেগ পেতে হচ্ছে সেটা স্পষ্ট।
যুদ্ধে ইউক্রেইনেরও প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে রাশিয়া এখন পর্যন্ত সফলভাবে ইউক্রেইনের আকাশ সুরক্ষা ব্যবস্থা এবং বিমানবাহিনী ধ্বংস করতে পারেনি বলে বিবিসিকে বলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।