লোকনীতি-সিএসডিসির এ জরিপ বলছে, বিজেপি ও তার মিত্ররা উত্তর প্রদেশে পড়া ভোটের ৪৩ শতাংশ পেতে পারে, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির বাক্সে যেতে পারে ৩৫ শতাংশ ভোট।
মায়াবতীর বহুজন সমাজ পার্টি ১৫ শতাংশের মতো, কংগ্রেস তিন শতাংশ, বাকিরা ৪ শতাংশ, বুথফেরত জরিপে এমন হিসাবই এসেছে বলে একাধিক টুইটে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় কুমার।
লোকনীতি-সিএসডিসির এ জরিপে কোন দল কত আসন পেতে পারে তার ধারণা দেওয়া হয়নি বলে জানিয়েছে এনডিটিভি।
একই জরিপে পাঞ্জাবে ও উত্তরাখণ্ডে কংগ্রেসের ভরাডুবি হতে যাচ্ছে এবং গোয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৪০ শতাংশ ভোট পেতে পারে, কংগ্রেসের বাক্সে যেতে পারে ২৬ শতাংশের মতো।
বুথফেরত এ জরিপে রাজ্যটিতে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭ শতাংশের মতো এবং তাদের সাবেক জোটসঙ্গী আকালি দল ২০ শতাংশ ভোট টানতে পারে বলেও ধারণা মিলেছে।
গোয়ায় বিজেপি ৩২ শতাংশ, কংগ্রেস ২৯ শতাংশ, তৃণমূল কংগ্রেস ১৪ শতাংশ আর আম আদমি পার্টি ৭ শতাংশ ভোট পাবে বলে অনুমান করা হচ্ছে।
কংগ্রেস বিজেপির কাছে উত্তরাখণ্ডেও হারতে যাচ্ছে; কেন্দ্রে ক্ষমতাসীন দলটি এ রাজ্যে ৪৩ শতাংশ ভোট পেতে পারে, আর কংগ্রেস পেতে পারে ৩৮ শতাংশ, বলছে লোকনীতি-সিএসডিসির জরিপ।
অন্যান্য বুথফেরত জরিপেও উত্তর প্রদেশে ও পাঞ্জাবে বিজেপি ও আম আদমি ক্ষমতায় যাচ্ছে এবং গোয়ায় বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারণা দেওয়া হয়েছিল।
এনডিটিভির বুথফেরত জরিপ অনুযায়ী, যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন বিজেপি উত্তর প্রদেশের ৪০৩ আসনের ২৪১টিতেই জিততে যাচ্ছে, আর অখিলেশের সমাজবাদী পেতে পারে ১৪২টি আসন।
পাঞ্জাবে আম আদমি ১১৭ আসনের মধ্যে ৬৩টি এবং কংগ্রেস ২৮টির মতো আসন পেতে পারে; জরিপগুলোতে গোয়া ও উত্তরাখণ্ডে তুমুল লড়াই হবে বলেই আভাস মিলেছে।