মা,
মা আমার , তোমার করুনায়
আমি পৃথিবীর আলো দেখেছিলাম।
বুক ভরে পৃথিবীর বাতাস নিয়েছিলাম।
তোমার আশীর্বাদে আজ সমাজের এই
স্তরে পৌছেছি। আমাদের সকল ভাইবোনদের
প্রতি ছিল তোমার অফুরন্ত আশীর্বাদ। তুমি আজ আমাদের মাঝে নেই। আমাদের ছেড়ে
চলে গিয়েছো অনন্তলোকে। মা,তোমার শূন্যতা
আমরা ভাইবোনেরা সবসময় অনুভব করি।
আজ মাতৃদিবস । আজকের দিনে তোমাকে স্মরন করি, তোমাকে প্রনাম করি। অমৃতলোকে
তুমি শান্তিতে থাকো।
ড. বীরেন শিকদার