ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
মে ২৩, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ
পঠিত: 206 বার
Link Copied!

স্বপনবিশ্বাস শালিখা, মাগুরা, মাগুরার শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷২২ মে বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷ খেলায় ধনেশ্বরগাতী ফুটবল একাদশ বনাম আড়পাড়া ফুটবল একাদশ হাড্ডাহাড্ডি লড়ায়ের পর ধনেশ্বরগাতী একাদশকে আড়পাড়া একাদশ ৪-১ গোলে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ত্র্যাডঃ মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্র্যাডঃ শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার্স ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ প্রমুখ৷

%d bloggers like this: