শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরা প্রতিনিধি -বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখা উপজেলার সিংড়াস্থ বিহারী লাল শিকদার সরকারি মহাবিদ্যালয়ে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে আইনগত সহায়তা বিষয়ক সেশন।
মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে বিহারী লাল শিকদার সরকারি মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জনাব মোঃ ফরিদুজ্জামান। কলেজের অধ্যক্ষ জনাব বিবেকানন্দ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব পার্থ কুমার ঘোষ। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিমলেন্দু শিকদার।

এই সেশন সঞ্চালনা করেন কলেজের আইটি শিক্ষক প্রভাত কুমার রায়। এ সময় আইনগত সহায়তা বিষয়ক সেশনে কলেজের প্রায় ৪০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।