মাগুরা থেকে ট্রেন যাবে সারা দেশে মগুরা রেল স্টেশনের ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
গতকাল ২ জুলাই মঙ্গলবার মাগুরার সদর উপজেলার রামনগরে নতুন ট্রেন লাইনের আধুনিক স্টেশন ভবনের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ এ্যাড.সাইফুজ্জামান শিখর।
প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুল হক বলেন ফরিদপুরের মধুখালী থেকে মাগুরার রামনগর পর্যন্ত ২৪ কি.মি. ব্রডগেজ ট্রেন লাইন নির্মান করা হচ্ছে।২০টি লেবেল ক্রসিং গড়াই ও চন্দনা নদীর উপর ব্রীজ,কবি ফররুক আহম্মদের বাড়ীর উপর দিয়ে ওভার ব্রীজ নির্মান কাজ চলছে। ২৩ সালের অক্টোবরের মধ্যে নির্মান কাজ শেষ হলে সারা দেশের সাথে মাগুরার ট্রেন যোগাযোগ স্থাপিত হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু।
এ সময় মাগুরা আওয়ামী লীগ,ও তার অঙ্গ সংগঠনের জেলা,উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।