মাগুরার মহম্মদপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মধুমতি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শণ করেন।২১ জুলাই বিকেলে মহম্মাদপুর উপজেলার হরেকৃষ্ণপুর মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম.পি। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার ও মাগুরা- ১ আসনের সংসদ এ্যাড. সাইফুজ্জামান শিখর।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি,উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোস্তফা সিদ্দিকী লিটন , উপজেলার আওয়ামী নেতাকর্মী, সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।