শালিখা মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ আকরাম খান এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ৩০ জুলাই শনিবার দুপুর ১২ টায়।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান বিমলেন্দু শিকদার অত্র কলেজের সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২ । এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এ্যাড.কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা মাগুরা, এ্যাড.শ্যামল কুমার দে সভাপতি শালিখা উপজেলা আওয়ামী লীগ ও সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান,বাসুদেব কুমার কুন্ডু জেলা আওয়ামী লীগ,নেতা।উম্মে সালমা সহকারী কমিশনার ভূমি শালিখা,মোঃ ইলিয়াচুর রহমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শালিখা উপজেলা আওয়ামী লীগ, মোছাঃ জেসমিন আক্তার সাবানা মহিলা ভাইস চেয়ারম্যান শালিখা উপজেলা,চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দিন লস্কর ও যুগ্ম সাধারণ সম্পাদক শালিখা উপজেলা আওয়ামী লীগ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দস সালাম উপাধ্যক্ষ নারিকেল বাড়ীয়া কলেজ ঝিনাইদহ,মোঃ ওয়াদুদুর রহমান প্রধান শিক্ষক পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়,গোলাম মোস্তফা সাবেক সহকারী শিক্ষক পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় প্রমুখ।
স্বপন বিশ্বাস ,শালিখা মাগুরা