কথায় আছে”নবাবের রাজধানী মুর্শিদাবাদ”/ “নবাবের দেশ মুর্শিদাবাদ” | মুর্শিদাবাদ নামের সঙ্গে জড়িত আছে নবাব মুর্শিদ আলী খাঁ, নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা ও মোঘল আমলের আরো অন্যান্য নবাব দের নাম ৷নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র, জগৎ শেঠ , লর্ড ক্লাইভ,মেহেরুন্নেসা, মির্জাফোর আরো অন্যান্যদের ষড়যন্ত্রের নিরব সাক্ষী এই মুর্শিদাবাদ।মুর্শিদাবাদের ইতিহাসের সাঙ্গে জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্যাস্তের নাম। প্রশাসনিকভাবে সরলীকরণের জন্য মুর্শিদাবাদ জেলাকে তিনটি জেলায় বিভক্ত করা হলো এবং তাদের নাম দেওয়া হলো জঙ্গিপুর,কান্দি ও বহরমপুর; মধ্য থেকে হারিয়ে গেল মুর্শিদাবাদ নামটার অস্তিত্ব।নামগুলো তো এভাবেও দেওয়া যেত উত্তর মুর্শিদাবাদ, পশ্চিম মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ বা পূর্ব মুর্শিদাবাদ তাতে প্রশাসনিক জটিলতাও কমতো এবং মুর্শিদাবাদ নামটার স্বকিওতাও রক্ষা পেত ।মুর্শিদাবাদ নামটাকে
অস্তিত্বহীন করে মুঘল আমল থেকে বর্তমান পর্যন্ত চলেআসা এক প্রশাসনিক এলাকার অস্তিত্ব ধ্বংস করা হলো ৷ও ভারতের একটা ইতিহাসের অধ্যায় ও সংখ্যালঘুদের ঐতিহ্যকে অস্বীকার করা হলো ৷
#উত্তরপ্রদেশের যোগী সাহেব সরাসরি বিভিন্ন শহর ও ঐতিহাসিক স্থানের নাম চেঞ্জ করে ৷আর বাংলায় পিসি ডিভিশনের মাধ্যমে বাঁকা হাতে ঘুরিয়ে কান ধরার মত করে মুর্শিদাবাদের নাম চেঞ্জ করছে ৷