জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বর্ধিত সভা ২০২২ শালিখা উপজেলা পরিষদ সভা কক্ষে ৩ জুলাই বুধবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি করেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.শ্যমল কুমার দে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মগুরা ২ আসনের সংসদ ড.শ্রী বীরেন শিকদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রশাসক জেলা পরিষদ মাগুরা পঙ্কজ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বাসুদেব কুন্ডু,
শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, শালিখা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু বক্কার মাষ্টার,চেয়ারম্যান বক্তিয়ার লস্কর,চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু,সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ,সহ সহ সভাপতি রমজান আলী, সহ সভাপতি নির্মল বিশ্বাস,সহ সভাপতি আক্তারুজ্জামান ইতার, কৃষক লীগের শালিখা উপজেলা সভাপতি এ্যাড. রামমোহন দে মন্ডল,সাধারণ মোঃ আব্দুর রাজ্জাক, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,সেচ্ছাসেবক লীগের সভাপতি খুরশিদ আলম রনি ও সাধারণ সম্পাদক অনন্ত অপার অন্তু,গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জিআরএম তারিক, শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াচুর রহমান।
এ সময় শালিখা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।