স্বপন বিশ্বাস
হৃদয়ের কুঁড়ে ঘরে যদি বসবাস
প্রতিদিনের বৃষ্টিকণা আপন হয়ে যায়
গাঙচিলের কিচিরমিচির শব্দ চয়ন
উঠে আসে কবিতায় প্রকৃতির টানে।
চোখের জলে বৃষ্টির ফোটা সমুদ্র নীল
পৌঁছে যায় প্রেমের চৌহদ্দি অতল
এমনটা হলে আমার রক্ত কনিকা
উড়ে বেড়ায় সীমানা পেরিয়ে মেঘ।
আর তুমি বল আমি নাকি একটু
বেশি বেশি মাতলামি করি সারাক্ষণ
হয়ত এমনই হয় মেঘের সাথে রৌদ্রতার।
অথবা সবুজের বিশাল গালিচায় পাখিদের
নীরবতা ভেঙে মৃত্যু হলেও পৃথিবীর
তোমার আঁচলের সুতায় মিশে থাকে প্রেম
আমি কেবলই লুকায় চুলের ডগায়।