নিজের মাথায় আঘাত। সেই অবস্থাতেই আহত শিশুকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছল মা। তবে এই মা মানুষ নয়, বাঁদর। বিহারের সাসারামের শাহজুমা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় আহত শিশুকে নিয়ে চিকিৎসা করাতে মঙ্গলবার দুপুরে চিকিৎসক এস এম আহমদের চেম্বারে পৌঁছয় এই মহিলা বাঁদর। যা দেখে হতবাক চিকিৎসক থেকে চিকিৎসা কর্মী সকলেই।
চেম্বারে পৌঁছতেই চিকিৎসক তাদের আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বাঁদরটিকে ভিতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বাঁদরটি। চিকিৎসক দেখেন মা বাঁদরটির মাথায় এবং বাচ্চার পায়ে আঘাত রয়েছে। তিনি দু’জনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন।
এর পর চিকিৎসক সবাইকে সরে যেতে বলেন যাতে ওই মা বাঁদর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরেসুস্থে বেরিয়ে যেতে পারে। এই ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মা বাঁদরের বুদ্ধিমত্তাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
https://twitter.com/RajeshK_Ojha?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1534490116323848192%7Ctwgr%5E6e1a638775875d73397db46607d63bdda9b94ac1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fviral%2Finjured-monkey-entered-into-a-clinic-along-with-injured-child-to-get-treated-dgtl%2Fcid%2F1349455
সুত্র — আনন্দবাজার পত্রিকা।