পরনে সাদা রঙের শাড়ি। পায়ে চপ্পল। মাথার চুলের রংও সাদা। বয়স ৬০ ছাড়িয়েছে। তবে তাঁদের মনের বয়স যে বাড়েনি, তা তাঁদের কাণ্ড দেখলেই বোঝা যায়। মনের দিক থেকে এখনও ‘বাচ্চা’ই রয়ে গিয়েছেন দুই বৃদ্ধা। পার্কের দোলনায় যেখানে শিশুদের খেলাধুলো করার জায়গা, সেখানেই প্রাণবন্ত অবস্থায় দেখা গেল তাঁদের। দোলনায় দুলুনি খাচ্ছেন দুই বৃদ্ধা। তবে শুধু দুই বৃদ্ধাই নন। আরও এক বৃদ্ধকে দেখা গেল পার্কে। যিনি পার্কে বাচ্চাদের খেলার জায়গায় খেলছেন। এমনই এক ভিডিয়ো মন কেড়েছে নেটাগরিকদের।
https://www.instagram.com/stories/pala_achayan_achayathees/?utm_source=ig_embed&ig_rid=6f359e0c-4ddd-4ce8-b77f-2390d2d30fba
সুত্র — আনন্দবাজার পত্রিকা।