নিজস্ব সংবাদদাতা : যশোরের বেনাপোল থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি বাইজিদ (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামস্থ আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ। আটক বাইজিদ বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের নুর উদ্দিনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, মাদক বেচাকেনার গোপন খবরে, তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। এবং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলে তিনি জানান।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের https://esaharanews.com,
https://web.facebook.com/sharer.php?t
https://twitter.com এবং https://www.linkedin.com পেজ)