ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২০
আজকের সর্বশেষ সবখবর

🙏 সমাজে ধর্মীয় শিক্ষা কতটা জরুরী……🙏

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
পঠিত: 116 বার
Link Copied!

🙏

👉🌿   শিশুকাল থেকেই আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন। সঠিক ধর্মীয় শিক্ষা বর্তমানে অত্যন্ত জরুরী হয়ে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তাঁরা স্বয়ং ভগবান হয়েও শৈশবে গুরুগৃহে গিয়েছিলেন ধর্মীয় শিক্ষা গ্রহনের জন্য। ভগবান যেখানে আমাদেরকে আচরন করে দেখিয়েছেন, তবুও সন্তানদের একই পথে হাটাচ্ছি না, এই পথে চালিত করছি না। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার নেশায় মেতে উঠেছি।

    🙏

🌿যার ফলে, সন্তানরা অনেক বড় বড় ডিগ্রী অর্জন করতেছেন কিন্তু নিজ ধর্ম সম্পর্কে সঠিক ভাবে না জানার কারণে মোক্ষ লাভতো হচ্ছেই না বরং অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, নিজ ধর্ম ত্যাগ করছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এছাড়াও আরো ভয়ংকর কার্য সংঘটিত হচ্ছে।   🙏
🌿তাই কৃপা করে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশা পাশি ধর্মীয় শিক্ষা প্রদান করুন। সপ্তাহে একদিন সন্তানকে নিয়ে মন্দির দর্শনে যান। সন্তানকে বিভিন্ন ধর্মীয় সংস্কার দান করুন। পরিশেষে বলবো, আপনি এবং আপনার সন্তান সঠিকভাবে ধর্ম আচরন করুন এবং সমাজ জাতির মঙ্গল সাধন করে, মনুষ্যজীবন স্বার্থক করুন   🙏
                🪔🙏 হরেকৃষ্ণ  🙏🪔

%d bloggers like this: