স্বপন বিশ্বাস : মাগুরায় ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান হয়। রবিবার ২ অক্টোবর দুপুর ১২ টার সময় জেলা প্রশাসক মাগুরার সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, মাগুরা ডঃ আশরাফুল আলম। সঞ্চালনায় ছিলেন, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা মোঃ আশাদুল ইসলাম। চেক বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা মোঃ জাহিদুল আলম সহ অফিসার বৃন্দগণ।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা।