ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় কালীপুজোর আগে ৮৪০ কেজির নিষিদ্ধ বাজি উদ্ধার, রাজ্যের অন্যত্র পাঠানো হচ্ছিল, দাবি পুলিশের

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
অক্টোবর ১৫, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
পঠিত: 109 বার
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : কালীপুজোর আগে ফের কলকাতা থেকে নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। পুলিশের তল্লাশি অভিযানে প্রায় ৮৪০ কেজির বাজি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পোস্তা থানায় খবর আসে যে, কালীকৃষ্ণ ঠাকুর রোডের একটি দোকানে নিষিদ্ধ বাজি মজুত করে রাখা হয়েছে। সেই সূত্রে পুলিশ ওই জায়গায় হানা দেয়। পুলিশ সূত্রে খবর, বাজিগুলি রাজ্যের অন্যত্র পাঠানোর জন্য মজুত করে রাখা হয়েছিল। দোকানের ২৮টি বাক্স থেকে বিভিন্ন রকমের ৮৪০ কেজির নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। পুলিশ জানতে পারে মেদিনীপুরের সোনাকোনিয়া অঞ্চলের জনৈক দেবু সাহুর কাছে বাজিগুলি পাঠানো হচ্ছিল। পুলিশ বাজিগুলি বাজেয়াপ্ত করেছে। দোকানের মালিক, দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের বাসিন্দা গৌরাঙ্গ সরকার (৬২)-কে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে বিস্ফোরক মজুত করে রাখার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে কালীপুজোর আগে আরও এমন তল্লাশি চলবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

সুত্র — আনন্দবাজার পত্রিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের https://esaharanews.com,

https://web.facebook.com/sharer.php?t

https://twitter.com  এবং https://www.linkedin.com পেজ)

%d bloggers like this: