ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৭
আজকের সর্বশেষ সবখবর

যশোর রেলষ্টেশন পুকুর থেকে লাশ উদ্ধার

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
অক্টোবর ১৬, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
পঠিত: 79 বার
Link Copied!

যশাের অফিস : যশোর রেল স্টেশন পুকুর থেকে উদ্ধার একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম টুকু মিয়া। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার নতুন বাজারের আবুল হাসেম গাজীর ছেলে।

লাশটি সকালে উদ্ধার হলেও পুলিশ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি। বিকালে লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে র‌্যাব-৬ যশোরের একটি দল পরিচয় শনাক্ত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেঃ নাজিউর রহমান।

তিনি আরও জানিয়েছেন প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আজ সকালে স্টেশনে এলাকার লোকজন পুকুরে ভাসা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ আকিকুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে ওই লাশ উদ্ধার করে। এরপর আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।

https://fb.watch/gbJAf6CICi/

%d bloggers like this: