ভগবান শ্রী বিষ্ণুর ষোড়শ নাম
ঔষধ সেবন কালে বিষ্ণু,
ভোজনে জনার্দ্দন,
শয়নে পদ্মনাভ,
বিবাহে প্রজাপতি,
যুদ্ধে চক্রধর,
প্রবাসে ত্রিবিক্রিম,
তনুত্যাগে নারায়ন,
প্রিয়সঙ্গমে শ্রীধর,
দুঃসপ্নে গোবিন্দ,
সংকটে মধুসুধন ,
পাবকে জলাশায়ী,
জলমধ্যে বরাহ,
পর্বতে রঘুনন্দন,
গমনে বামন
কাননে নরসিংহ এবং
সর্বকার্যে মাধব স্মরণীয় ও বন্দনীয়