নিজস্ব সংবাদদাতা : জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সাথে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইঁয়াসহ ১৩ আইনজীবী।
রিটটি রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, শিক্ষাসচিবকে বিবাদী করা হয়েছে। এর আগে এ বিষয়ে আইনি নোটিশও পাঠিয়েছিলেন এ আইনজীবী। নোটিশের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় গত ২০ জুন রিট করা হয়।