শ্রেষ্ঠ অর্জন
তোমার কিসের এতো অর্থের অহংকার ? যা কিনা মৃত্যুর সাথে সাথেই সেটা আর তোমার থাকবে না ।
আবার যা তোমার মৃত্যুকে অবরোধ করতে পারবে না।তবে সেটা নিয়ে তোমার কেন এত অহংকার বলতে পারো কি ?
তোমার কিসের এতো বড়াই ঐ সৌন্দর্যের ? যা মৃত্যুর পর পরই পুড়ে ছাই হয়ে যাবে, আর নয়তো পঁচে গলে মাটিতে মিশে যাবে। তবে কিসের এতো বড়াই ?
মৃত্যুর পর আপনার অর্জন করা কেবল একটি জিনিসই কেউ কেড়ে নিতে পারবেনা, আর তা হলো ভগবানের নাম। যা আপনারই থাকবে ।
তাই মিথ্যা অহংকার, মিথ্যা বড়াই করে লাভ কি বলুন ?অতএব, সময় থাকতে আপনার প্রাণ গোবিন্দের নাম স্মরণ করুন। কেননা অন্তিম কালে তিনিই আপনাকে সুখের পথ দেখাবেন ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।
রাধে রাধে