শুভ ইংরেজী নববর্ষ
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কে, অর্জুন কে জাগানোর জন্য গীতার পুরো আঠারো অধ্যায়ের অমৃত বাণী শোনাতে হয়েছিল!
আর আমরা যারা ফেইসবুকে অজ্ঞ হিন্দুদের জাগানোর চেষ্টা করছি, আমরা তো আঠারো অধ্যায়ের মাত্র তিন অধ্যায় সম্পূর্ণ করেছি, এখনও বাকী পনের অধ্যায়।
প্রিয় বন্ধুরা, আপনারা যারা আগ্রহী বাকী এই পনের অধ্যায় পাঠ করার জন্য, তারা দেরি না করে আজ থেকেই কাজে লেগে পড়েন।
আপনারা শিক্ষিত, আপনারা জ্ঞানী তাই আপনাদের ঐ জ্ঞান কে নিজের মধ্যে না রেখে অজ্ঞ হিন্দুদের মাঝে ছড়িয়ে দেন।
কেননা আজ হয়তো বেঁচে আছেন কিন্তু কাল নাও থাকতে পারেন, আপনার সত্য জ্ঞান যদি একটি মানুষের ভিতরটা পরিস্কার করতে সক্ষম হয় তবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে!
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।
জয় গীতা
নতুন বছরে চাই নতুন উদ্যম.