ওঁ হরি ওঁ তৎ সৎ
ওঁ নম ভগবতে বাসুদেবায়
শ্রীমদভগবদগীতা
শ্ৰী শ্ৰী গীতার সপ্তদশ অধ্যায়
শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
শ্লোক;;১২;;;
🙏শ্রীগীতা প্রণাম মন্ত্র:🙏
শ্রীকৃষ্ণ হ্নদয়ং গীতা সংসার মলনাশিনীম।
জ্ঞানং ভক্তিং মুক্তি দাত্রিং শ্রীগীতা নমামেস্তুম।।
অভিসন্ধায় তু ফলম্ দম্ভ অর্থম্ অপি চ এব যত্ ।
ইজ্যতে ভরতশ্রেষ্ঠ তম্ যজ্ঞম্ বিদ্ধি রাজসম্ ।।১২
অর্থ-হে ভরতশ্রেষ্ঠ জাগতিক লাভের আশায় ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক বলে জানবে।
তাৎপর্যঃ👇
কখনও কখনও স্বৰ্গলোক প্রাপ্তির জন্য অথবা কোন জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয় । এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণ্য করা হয় ।
জয় জয় শ্রীমদভগবদগীতা কি জয়
🙏টাইপিং এ ভূল ক্রুটি ক্ষমার দৃষ্টি তে দেখবেন🙏