জীবালয়
স্রোতের মাঝে অস্থির জলে যেমন সমস্ত স্থির বস্তুর প্রতিবিম্ব কে অস্থির বলে মনে হয়, তেমনই মানসিক বিকারের ফলে যখন চোখ ঘুরতে থাকে তখন মনে হয় পুরো পৃথিবীটাও ঘুরছে।
হে বন্ধু, তেমনই মন যখন এই জগতের প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হয়, তখন আত্মা যদিও সূক্ষ্ম এবং স্থূল শরীরের বিভিন্ন অবস্থা থেকে মুক্ত, তবুও মনে করে যে, সে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হচ্ছে ।
“জীব মোহাচ্ছন্ন অবস্থায় তার দেহ এবং মনকে আত্মা বলে মনে করে, কোনও ব্যক্তিকে তার আপন এবং কোনও ব্যক্তিকে পর বলে মনে হয় ।
প্রকৃতপক্ষে, তার এই মনোভাবই এই জগতে সাময়িক বা পরিবর্তনশীল সুখ এবং দুঃখের কারণ।
এই ধরনের বদ্ধ চেতনার ফলে জীবকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে বিভিন্ন চেতনায় বাধ্য হয়ে কার্য করতে হয়। এবং আবারও তার ফলে নতুন দেহের সৃষ্টি হয়।
জীবের এই নিরন্তর জাগতিক জীবন কে বলা হয় সংসার। এবং এই সংসারের ফলেই জন্ম-মৃত্যু, শোক, মোহ ও চিন্তার উদয় হয়।
অতঃপর এভাবেই কখনো আমাদের বিবেকের উদয় হয় এবং কখনোবা আমরা অজ্ঞানের অন্ধকারে পতিত হয়ে নরক যন্ত্রণায় নিমজ্জিত হই।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।
ওম্ নমঃ হরিহরায় নমঃ