ভগবানের কাছে কি চাইতে হয়❓
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মাতা কুন্তী’র কাছ থেকে জেনে নেবো–
মহাভারতের শেষে প্রভু শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার পূর্বে মাতা কুন্তীকে বলেছিলেন পিসি তুমি আজ আমার কাছে বর চাও তুমি যা চাইবে আমি তাই দেবো, কিন্তু পিসি কুন্তী শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব– যদি তুমি আমাকে কিছু দিতে চাও, তবে আমাকে দুঃখ দাও, বিপত্তি দাও, এমন চাওয়া শুনে প্রভু শ্রীকৃষ্ণ অবাক হয়ে পিসি কুন্তীকে বললেন, পিসি তুমি দুঃখ এবং বিপত্তির মধ্যে সারাজীবন কাটিয়েছ, এখন তুমি সুখ চাইতে পারতে, কিন্তু কেনো তুমি দুঃখ চাইলে ?
মাতা কুন্তী বললেন হে মাধব, এতো দুঃখ, বিপত্তির মধ্যে জীবন কাটিয়েছি, কিন্তু তুমি আমার সাথে ছিলে; তাই আমি কোনো দুঃখ অনুভব করতে পারিনি, এখন যদি আমার জীবনে সুখ আসে এবং আমি তোমাকে যদি ভুলে যাই এর চেয়ে বড় দুঃখ আমার হবে না, আমি সুখ চাই না মাধব শুধু তোমার স্মরণে থাকতে চাই তোমাকে আমার নয়নে আবৃত্তি করে রাখতে চাই, এতো দিন তুমি আমার সাথে ছিলে এটাই আমার শ্রেষ্ঠ সুখ মাধব।
এজন্য আমাদের উচিত যেকোনো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকা।
হরেকৃষ্ণ!
জয় শ্রীকৃষ্ণ……….!!!
🙏🙏🙏🙏