ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চুঙ্গীর মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চুঙ্গীর মোড় এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

এর আগে সকাল ১০টার দিকে রাস্তার পাশে খাদে গাড়িটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চুঙ্গীর মোড় এলাকায় রাস্তার পাশে ড্রাইভার ও মালিক বিহীন একটি সাদা রঙের প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা গাড়িতে এবং আশপাশে গাড়ির চালক বা মালিক কাউকে না দেখে থানা পুলিশে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুলাল চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ সময় গাড়ির চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

%d bloggers like this: