ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
জানুয়ারি ২৬, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে এক সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ শে জানুয়ারি) সকাল ১১টার সময় কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনারের সূচনা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট এস.এম মোঃ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব) মোঃ আবদুল হাকিম।

এসময় স্বাগত বক্তব্য প্রদান রাখেন বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার মোঃ শাফায়েত হোসেন। কে, নোট পিপার উপস্থাপন করেন বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার মোঃ আব্দুল রশিদ মিয়া। সেমিনার অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশ কাস্টমসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বেনাপোল কাস্টমস কর্মকর্তাবৃন্দ।

%d bloggers like this: