ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৪
আজকের সর্বশেষ সবখবর

মেয়েরা কি চায়

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
জানুয়ারি ২৭, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

মেয়েরা কি চায়

পুরুষ মনে প্রশ্ন সবার, মেয়েরা কি চায়..?
অল্প কথায় সেটা কি আর বলে বোঝানো যায় !
মেয়ে বলতে ঠিক কারে কয় আগে বুঝতে হবে,
বোঝার পরে আপনা হতে জবাব তোমরা পাবে ।
মেয়ে হল – মা, বোন, বউ, দিদা, মাসি, পিসি
মেয়ে হল, লজ্জামাখা মুখের সেই মৃদু একটু হাসি ।
মেয়ের মানে কাজল, টিপ, চুড়ি কিংবা শাড়ি
মেয়ের মানে সকল রূপে, সর্বকালের নারী ।

শিশু মেয়ে চায়, খেলতে পুতুল, কড়া-খুন্তি-হাড়ি
বালিকা চায় রঙবেরঙ্গের নতুন একটি শাড়ি ।
যুবতী মেয়ে পেতে চায় একটি গোলাপ ফুল
বিয়ের সময় বেনারসি, কানে ঝুমকো দুল ।
বাপের বাড়ি ছেড়ে চায়, যেতে শ্বশুর ঘর
ভালোবাসায় পরিপূর্ণ মনের মত বর।
সবাইকে আপন, কারোর প্রতি অবহেলা নয়
করতে চায় শ্বশুর বাড়ির সবার হৃদয় জয় ।

ঘরের বউয়ের মনটি যে চায়, ঘরের বাইরে যেতে
চাকরিজীবী বউটি চায়, অফিস ছুটি পেতে ।
সব বউয়েরাই চায় যেতে একলা বরের সাথে
যেই খানেতে আর কেউ নেই, দিনে কিংবা রাতে ।
মা চায় সবার বেশি বাছারই মঙ্গল
স্বামীর যেন হয়না আবার কোন অমঙ্গল ।
স্বামীর তরে রাখতে চায়, উপোস নির্জলা
সকাল থেকে কর্ম শুরু শেষ রাত্রি বেলা।
সকল স্ত্রী চায় মরতে, সিঁদুর মাথায় নিয়ে
বিয়ের পরের বছর সকল পরিবারকে দিয়ে ।

অন্যভাবে বলতে গেলে মেয়েরা কি চায় ?
মোটামটি হিসাব কষে এটি বলা যায় –
প্রেমিকা চায় আপনার প্রেমিকের সুখে
আপন জীবন উৎসর্গ করতে হাসিমুখে ।
মেয়ে চায় , বাবা – মাকে সুখ শান্তি দিতে
কান্না চেপে হাসি মুখে শ্বশুর ঘরে যেতে ।
স্ত্রী চায় স্বামীর আগে আসুক তার মরণ
হাসি মুখে করতে চায় সেই মৃত্যু বরণ ।
মা চায় লাগুক বাছার নিজের আয়ু শত
হাসিমুখে সহ্য করতে তার দুষ্টুমি যত ।

তবু যদি প্রশ্ন জাগে, আবার পুরুষ মনে
মেয়েরা কি চায় জিজ্ঞেস করে আজকের দিনে..
কথায়- কথায় মেয়েরা আর করেনা তো ভয়,
আজকের দিনে এই কথাটি তবে বলতে হয় ।

বাইরে অফিস একই সাথে চায় সামলাতে বাড়ি
ঘরে বাইরে জয়ী হতে চায়, আজকের যুগের নারী ।
সকল কাজেই পুরুষের পাশে যায় নারীর দেখা
নারী পুরুষের সমানাধিকার চায় আধুনিকা ।
বিদ্রোহিনী হতে চায়, অত্যাচার কে রুখে
করতে চায় দাবী উশুল এই সমাজের বুকে ।
রূপ নিতে চায় দুর্গা, কালী কখন বা কমলা
বলতে চায়, নারী জাতি আর তো নেই অবলা ।

অল্প কথায় কি বা বোঝাই মেয়েরা কি চায় ?
তবু বলি যেটুকু বলে বোঝানো যায়….

সব মেয়েরাই চায় জীবনে শুনতে মা ডাক ও
টাকা, বাড়ি, গয়না,গাড়ি থাক বা নাই থাক।
আরো চায় , আপনাকে নিয়ে ছোট্ট একটি বাসা
নারী মর্যাদা আর চায় সত্যি ভালোবাসা।।

ফেসবুক কপিরাইট তিতাস

%d bloggers like this: