ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২
আজকের সর্বশেষ সবখবর

মহারাজ যুধিষ্টির মহান ব্যক্তিদের উপস্থিতিতে বিশাল অশ্বমেধ যজ্ঞ করলেন

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
জানুয়ারি ২৯, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

এক বার মহারাজ যুধিষ্টির মহান ব্যক্তিদের উপস্থিতিতে বিশাল অশ্বমেধ যজ্ঞ করলেন । যজ্ঞের শেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, শিব ভক্তরা সর্বদাই ঐশ্বর্য ও বিত্তশালী হয় অথচ বৈষ্ণবরা প্রায় নিঃস্ব অবস্থায় জীবন যাপন করতে দেখা যায় , কিন্তু কেনো এমন হয়?

তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্টিরের এই প্রশ্নের উওরে বললেন…”আমি যখন ভক্তকে বিশেষ ভাবে কৃপা করি এবং বিশেষ করুণা প্রদর্শন করি, তখন প্রথমেই আমি তার ধন সম্পদ হরণ করি। এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে, ভগবান যদি সর্বশক্তিমানই হন , তাহলে তিনি তার ভক্তের জীবন দুঃখময় করে শুদ্ধ করতে চেষ্টা করেন কেনো ?

“দুর্গত ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ ও আসক্তি বহুগুনে বৃদ্ধি পায়। যেমন,নতুন রাজধানী ইন্দ্রপ্রস্থ এর উদ্দেশ্যে পান্ডবদের হস্তিনাপুর ত্যাগ করবার পূর্বে শ্রীকৃষ্ণ বিদায়ের অনুমতি চাইলে কুন্তীদেবী বললেন ,হে কৃষ্ণ,দুর্দিনে তুমি সর্বদাই আমাদের পাশে ছিলে , কিন্তু আমরা রাজকীয় পদে উন্নীত হয়েছি বলে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছো। তাই তোমাকে হারানোর চেয়ে দুঃখপূর্ণ জীবনই বরং আমরা অধিক পছন্দ করি ।

“ভক্তের দুর্দিন উপস্থিত হলে,তার ভগবত সেবা অনেক বৃদ্ধি পায়,তাই ভক্তের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন হেতু কখনো কখনো ভগবান তাকে দুর্দশাগ্রস্ত করেন।

ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্টিরকে আরো বললেন… “আমার ভক্ত যখন জড় জাগতিক সকল বিষয় হারায় এবং স্বজন -পরিবার – বন্ধু তাকে ত্যাগ করে, তাকে রক্ষা ও প্রতি পালন করবার মতো কেউ না থাকে, তখন সে সম্পূর্ন ভাবে আমার চরন কমলে আশ্রয় নেয়।

____/\__সর্ব শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম __/\___

%d bloggers like this: