ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
জানুয়ারি ৩১, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ভর্তুকি মূল্যে দুই জন চাষির মধ্যে এ হারভেস্টার বিতরণ করা হয়।

ভর্তুকি মূল্যে ৩২ লাখ টাকায় হারভেস্টার প্রাপ্তরা হলেন- উপজেলার সাতৈর ইউনিয়নের পাটিতাপাড়া গ্রামের চাষি শাহাজউদ্দিন এবং সাতৈর গ্রামের মো. আলীম শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন চাষিদের হাতে হারভেস্টারের চাবি তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শমসের আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, মো. সিদ্দিকুর রহমান, বিপ্লব কুমার দাস, অমিত কুমার মন্ডল প্রমুখ।

%d bloggers like this: