গীতা পাঠ করার ফল
ব্রহ্মা বলেছেন,
প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন পবিত্র হয়।
দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্ম্মলতা লাভ করে।
তৃতীয় অধ্যায় পাঠে সকল প্রকার পাপ দুর হয়ে যায় ।
চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্ম হত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তক্ষনাৎ দুর হয়ে যায় ।
পঞ্চম অধ্যায় পাঠে চৌর্য্য মহাপাপ দুর হয়ে যায় ।
ষষ্ঠ অধ্যায় পাঠে মন্দভাগ্য নাশ হয়।
সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্ম্মলতা লাভ করে।
অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয় জিনিস গ্রহনজনিত সকল প্রকার পাপ দুর হয়ে যায় ।
নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের সম পূণ্যতা লাভ হয়।
দশম অধ্যায় পাঠে সকল প্রকার পাপ দুর হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মগ্রহণ করে ।
একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তার মুক্তি হয়।
দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানে বিশুদ্ধ ভক্তি জন্মে।
ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান চোখ বিকাশে তার শক্তি লাভ হয়।
চর্তুদশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধ যোজ্ঞের যে মহাফল তা লাভ হয়।
পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্ম্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ।
ষোড়শ অধ্যায় পাঠ করলে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে।
সপ্তদশ অধ্যায় পাঠ করলে ভক্ত জনের বাজপেয় নামক যজ্ঞের ফললাভ ও ভগদ্ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবান ভক্তি লাভ করে মুক্তি র জন্য চেষ্টা করে।
অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরুপ আগুন দ্বারা তার সর্ব্ব পাপ নষ্ট হয়ে যায় ।
গীতার সব বিষয় বলবার শক্তি আমার নেই,তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক ও পরলোকে পরম সুখে সুখী হয়ে থাকে।
জয় শ্রী কৃষ্ণ 🙏
জয় গীতা 🙏