ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:১১
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

সনতচক্রবর্ত্তী: বিশ্বের মঙ্গল কামনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর পাল পাড়া গ্রামে ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম নামযজ্ঞ ও অষ্টকালী লীলা কীর্ত্তন শুরু হয়েছে।

বৃহস্পতিবার(০৯.২.২৩) থেকে শুরু হওয়া এ নামযজ্ঞ রবিবার ভোরে ভোগরাগের মধ্যে দিয়ে শেষ হবে। নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশের মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, তিনি এসময় উপস্থিত শতশত হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষদের উদ্দেশ্যে বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। বর্তমান সরকারের আমলে সকলেই যার যার ধর্ম শান্তিপুর্ন ভাবে পালন করতে পারছে। আপনারও এখানে খুব সুন্দর ভাবে নামযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করছেন। আপনাদের যেকোন সমস্যায় আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করছি। দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’ এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

%d bloggers like this: