ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

সকলকে বৈকালীন ভজন-কীর্তন থেকে অংশগ্রহণ করার জন্য সাদর নিমন্ত্রণ

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

হরে কৃষ্ণ
দণ্ডবৎ প্রণাম
আজ সন্ধ্যায় ভাগবতীয় প্রবচন প্রদান করবেন শ্রী শ্রীমৎ ভক্তি স্বরুপ দামোদর স্বামী মহারাজ (গৌড়ীয় মঠ- শ্রীধাম বৃন্দাবন)

সকলকে বৈকালীন ভজন-কীর্তন থেকে অংশগ্রহণ করার জন্য সাদর নিমন্ত্রণ।

সন্ধ্যায় মহারাজের আগমণের সময় গোয়ালপাড়া মোড় থেকে থালাপ্রদীপ দিয়ে আরতির জন্য বাসা থেকে থালাপ্রদীপ প্রস্তুত করে মাতাজীদের অংশগ্রহণ করার জন্য প্রার্থনা করা হল।

আগামীকাল মহারাজের অনুষ্ঠান সূচী:
সকাল ১০.০০টায় – আশ্রবদী
বিকাল ০৪.০০টায় – কামতাল

সন্ধ্যা ০৭.০০টায় – ইস্পাহানি প্রচারকেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠান (জেলেপাড়া মোহন প্রভুর বাসার ছাদে)

অনুষ্ঠানসমুহে সকলকে অংশগ্রহণ করে মহারাজের কৃপাশীর্বাদ লাভ করবেন এই প্রার্থনা।

আয়োজনে:
শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ
শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার
গোয়ালপাড়া, নগরখানপুর, না:গঞ্জ।

%d bloggers like this: