ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

মানুষ নিজেদের ভুলেই নিজেরা কষ্ট পায় সবদোষ হয় ঈশ্বরের !

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
মার্চ ১৭, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

একটা প্রশ্নই ঘুরেঘুরে বারবার ফিরে আসে নিজেদের কাছে, ঈশ্বর কেন এমন জীবন দিলেন আমায় ? কেন এমন ভাগ্য দিলেন

একটা কথা জেনে রাখেন, ঈশ্বর জীবের ভাগ্য নির্নয় করেন না !!

তিনি কেবল আমাদের কর্মফল দাতা, ঈশ্বর কর্ম অনুযায়ী যার যার প্রাপ্য ফল প্রদান করেন।
ভাগ্য নির্মাতা আমরা স্বয়ং কারণ, ঈশ্বর আমাদের প্রত্যেকেই স্বতন্ত্র ইচ্ছা শক্তি দিয়েছেন।আমাদের যা কিছু করতে ইচ্ছে হয় আমরা তাই করতে পারি, কারো কোনো কিছুর তোয়াক্কা করি না, সেটা ভালোও হতে পারে আবার মন্দ, সম্পূর্ণটাই নির্ভর করে ব্যক্তির ইচ্ছার উপর।

আবার প্রশ্ন উঠতে পারে
ঈশ্বর তো সমস্ত কিছুর’ই নিয়ন্ত্রন কর্তা – হ্যা। অবশ্যই তিনি বিশ্বব্রহ্মাণ্ডের, জঙ্গম-স্থাবরের ইত্যাদি এই সমস্ত কিছুর নিয়ন্ত্রন কর্তা। কিন্তু তিনি জীবের ইচ্ছাতে বা ব্যক্তিগত স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করেন না, আপনে চাইলেই বার এ গিয়ে নারীর সাথে নৃত্য, মদ, বিয়ার ইত্যাদি আরো কিছু করতে পারবেন, ঈশ্বর এসে আপনাকে বাঁধা প্রদান করবে না।

আবার আপনি চাইলে মন্দিরে গিয়ে উপাসনাও করতে পারবেন, ঈশ্বর তখনো আপনাকে বাঁধা প্রদান করবে না। কারণ, সিদ্ধান্ত তো আপনি নিজেই নিবেন। আপনি কি করবেন ? আজকের কর্মই আগামীদিনের ভাগ্য নির্মাণ করতে সহায়তা করে। সুতরাং আজকের কর্ম যদি সুখকর হয়, ভবিষ্যৎ আপনার জন্য সুখ নিয়ে আসবে। আর যদি দুঃখজনক হয় তাহলে ভবিষ্যৎ দুঃখ’ই নিয়ে আসবে, এতে কোন সন্দেহ নাই। তাই ভাগ্য নির্মাণ করতে চাইলে আপনাকে সু-কর্ম করেই ভাগ্য নির্মাণ করতে হবে, কর্মবীনা ভাগ্যের পরিবর্তন হয় না।

স্বয়ং বিচার করুন

%d bloggers like this: