উত্তরঃ কেউ যাতে পাপাচার না করে, সেদিকে নির্দেশ, প্রেরণা দেওয়া তো কর্তব্য। দোষ হবে কেন? পাপাচারে বাধা দেওয়া কর্তব্য। অবশ্য বাধা দেওয়ার মতো শক্তি লাগবে, নইলে বাধাদানকারীর তৎক্ষণাৎ অকাল মৃত্যুও হতে পারে। দুরাচারী লোক কখনও কখনও সাবধান করে দিয়ে বলে, আমি এখন যা করছি, তাতে বাধা দিবি না, যদি আমার নামে কিছু রটাস্ তবে তোর প্রাণটা খতম হয়ে যাচ্ছে জানবি। তখন বাধাদানকারী ব্যক্তি সাবধান হয়ে ভাবেন চাচা আপন প্রাণ বাঁচা।
শ্রীবৃহৎনারদীয় পুরাণে (১৪/১৬০) বলা হয়েছে—
অনাচাররতান্ দৃষ্ট্বা যঃ শক্তো ন নিবারয়েৎ।
তৎপাপার্ধমবাপ্নোতি যতোপেক্ষাপরায়ণঃ॥
“যে ব্যক্তি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও অপরকে অনাচারে রত দেখে নিবারণ করে না, সেই উপেক্ষা করার জন্য তাকে অনাচারকারীর পাপের অর্ধভাগী হতে হয়।”
(যে ব্যক্তি কোন মানবকে অনাচারে রত হইতে দেখিয়া সাধ্যসত্তে তাহাকে নিবারণ করে না, সে তাহার অর্দ্ধ পাপ প্রাপ্ত হয়।) এ এক বিপদ।
আমাদের নিত্য কৃষ্ণসেবায় যুক্ত থাকা একান্ত কর্তব্য। অনেক অসংখ্য অসার কথা সম্পূর্ণ বাদ দিয়ে লক্ষ মালা হরিনাম জপের প্রতি লক্ষ্য রাখা উচিত।
কলিগ্রস্ত জীব যখন-তখন অনাচার পাপাচার করতে থাকে। কেউ যদি অনাচার করতে থাকে, আর আমি হরিভজন বাদ দিয়ে, দৈনিক ভক্তি মূলক সেবা বাদ দিয়ে যদি পাপাচারীর পাপ গণনা করতে থাকি, তবে দুটি ভয়ঙ্কর দোষ ঘটে থাকে।
পাপিনাং পাপগণনাং যঃ করোতি নরাধমঃ।
অস্তিত্বে তুল্য পাপী সান্ মিথ্যাত্বে দ্বিগুণং ভবেৎ॥
(শ্রীবৃহৎনারদীয় পুরাণ, ১৪/১৬১)
যে ব্যক্তি পাপীদের পাপ গুণতে থাকে–
১) যদি পাপ সত্য থাকে, তবে সে পাপীর সমতুল্য পাপী হয়।
২) যদি সেই পাপ মিথ্যা হয়, তবে সে পাপীর দ্বিগুণ পাপী হয়।
(যে নরাধম ব্যক্তি পাপীলোকের পাপ গণনা করে, সে তত্তুল্য পাপী হইয়া পড়ে। যে মূঢ় মানব নিষ্পাপ দেহে পাপ আরোপ করে, সে দুরাচার যে পাপ নির্দেশ করে, তাহার দ্বিগুণ শাস্তি তাহাকে ভোগ করিতে হয়।)
আবার এই কথাও সাবধান করে বলা হয়েছে—
যে ব্যক্তি নিষ্পাপ আছেন, তার উপর পাপ আরোপ করে যে ব্যক্তি নিন্দা করতে থাকে, সেই নিন্দাকারী বা কুৎসা রটনাকারীর ভাগ্যে সব রকমের নরক ভোগ অপেক্ষা করে। অর্থাৎ, নিষ্পাপ ব্যক্তি যেরূপ পবিত্র সেইরূপই থাকেন;—দুষ্টের বৃথা পাপারোপে তাঁহার নির্ম্মল চরিত্রে অণুমাত্রও পাপ স্পর্শ করে না।
যাদের নিজেদের সাধন ভজনের প্রতি মনোযোগ নেই, দিন দিন পাপাচারীদের পাপের কথা বলে বেড়াচ্ছে, তারাও পাপাচারীর মতো পাপগ্রস্ত হয়। আর পাপীদের অর্ধেক পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়।
পাপাচারীদের কথা, পুণ্যাচারীদের কথা সূর্যপুত্র যমরাজের কর্মসচিব চিত্রগুপ্ত অতি অনায়াসে সংগ্রহ করে থাকেন। এই জগতে যাদের পাপের কথা গোপন থাকে, জনসমক্ষে প্রকাশিতও হয় নি, অথচ পাপ করেই যাচ্ছে। তাদের বিচারও নাই। পরবর্তী জীবনে বিহিত।