ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
আজকের সর্বশেষ সবখবর

কোনও মৎস্যভোজী কিংবা ধূমপায়ী মানুষ কি গুরু হতে পারে? যদি কেউ ওই রকমের গুরুর আশ্রিত হয়ে থাকে তবে তার কি করা উচিত?

ESAHARA NEWS অনলাইন নিউজ পোটাল
মার্চ ১৯, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
পঠিত: 14 বার
Link Copied!

প্রশ্নঃ কোনও মৎস্যভোজী কিংবা ধূমপায়ী মানুষ কি গুরু হতে পারে? যদি কেউ ওই রকমের গুরুর আশ্রিত হয়ে থাকে তবে তার কি করা উচিত?

#উত্তরঃ মৎস্যভোজী, ধূমপায়ী ব্যক্তিরা পারমার্থিক দিক দিয়ে কখনই গুরু হতে পারে না, তারা সব সময়ই লঘু হবে। আমাদের সমাজে কেউ জাতিতে ব্রাহ্মণ হতে পারেন, কেউ সামাজিক দিক থেকে কোন উচ্চপদে অধিষ্ঠিত হতে পারেন, কেউ বা গৃহপূজা-অন্নপ্রাশন-বিবাহ-শ্রাদ্ধ প্রভৃতি কর্মে পৌরোহিত্য করতে পারেন, কেউ বা নানাবিধ শাস্ত্রকথা বলতে পারেন, কেউ বা ভাগ্য রেখা গণনা করতে পারেন, কেউ বা রোজই নানাবিধ দেবদেবীর পূজা করবার জন্য নিয়মিত আসতে পারেন, তাঁদের ‘সাধারণত ‘গুরুজী’ বলে সাধারণ লোকেরা সম্মান দিয়ে থাকেন। সম্মান দিতে বাধা নেই। কিন্তু সেই ‘গুরুজী’ যদি ভাগবত ধর্ম পালন না করে তবে অবশ্যই তিনি ‘লঘু’। যতই বিখ্যাতনামা ব্যক্তিত্ব হোন না কেন তিনি কখনও পারমার্থিক গুরু হতেই পারেন না।
কিবা ন্যাসী, কিবা বিপ্র, শূদ্র কেন নয়।
যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়॥
কৃষ্ণ থেকে পরম্পরা ধারায় প্রতিনিধি সেই গুরুদেব কৃষ্ণপ্রসাদেই প্রীত হন। তিনি ভগবদ্ভক্তি প্রতিকূল তামসিক অমেধ্য মাছ-মাংস এবং নেশাকারক পদার্থ কখনই গ্রহণ করেন না।
আমাদের আধুনিক সমাজে অনেক কুলগুরু আছেন, কিংবা কোনও কোনও বাবা আছেন যাঁরা মাছ খেতে ও বিড়ি দোক্তা তামাক খেতে খুবই পছন্দ করেন, কিন্তু ভগবান কৃষ্ণ বলেছেন—
১) ‘অমেধ্যং তামস প্রিয়ং’ সেই কথা তাদের পছন্দ নয়।
২) মানবজাতির পিতা মনু বলেছেন ‘মৎস্যান্ বিবর্জয়েৎ’ সেই কথা তাদের পছন্দ নয়।
৩) শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে—’রাক্ষস পিশাচেরা আমিষাশী হয়’ সেই কথা তাদের পছন্দ নয়।
৪) মহাভারতে ভীষ্মদেব বলেছিলেন ‘বর্ণসংকর অবৈদিক চণ্ডাল প্রভৃতি শ্রেণীর মানুষেরা মাছ মাংস খাওয়া শুরু করেছিল’, সেই কথা তাদের পছন্দ নয়।
৫) বেদে ‘আহারশুদ্ধৌ সত্ত্ব শুদ্ধিঃ’ সেই কথা তাদের পছন্দ নয়।
আবার সেই সব গুরুজীদের যদি কেউ আশ্রিত হয়ে তারপর পরমার্থ সাধনের জন্য ভাগবতী পন্থায় স্থিত গুরুদেবকে গ্রহণ করতে চায় তবে তারা ‘কুলগুরু ত্যাগ মহা অপরাধ’ বলে বড়ো বড়ো বুলি আওড়াতে থাকে। মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি যিনি পারমার্থিক পন্থায় এগিয়ে আসতে চান তার অবশ্যই পারমার্থিক গুরুদেবের আশ্রিত হতে হবে। অবশ্য কোন কোনও কুলগুরু আছেন, যারা আমিষ ও নেশা দ্রব্য বর্জন করেই চলে, তারাও পারমার্থিক উন্নতি কামনায় কোনও পারমার্থিক গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে নির্দেশ দিয়ে থাকে কিংবা অনুমোদন করে থাকে। যাই হোক, বুদ্ধিমান মানুষ সবাইকে সম্মান দিয়ে পারমার্থিক গুরুদেবের আশ্রিত হবেন

%d bloggers like this: